১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

অ্যাশেজেও অনিশ্চিত স্টোকস!

- Advertisement -

বিশ্বকাপে খেলা হচ্ছে না, দীর্ঘদিন আছেন ছুটিতে। বহুদিন পর স্ত্রীর সাথে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতেই দেখা গেল বেন স্টোকসের বাঁহাতের তর্জনিতে ব্যান্ডেজ। পরবর্তীতে ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর জানিয়েছে, গত সোমবার স্টোকসের আঙুলে অস্রপাচার করা হয়েছে। যার ফলে অনেকটাই অনিশ্চিত হয়ে গেছে তার অস্ট্রেলিয়া সফর।

গত এপ্রিলে আইপিএল খেলার সময় ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন স্টোকস। ওই এপ্রিলেই তার আঙুলে করা হয় অস্রপাচার। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছেন, খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটও। তবে পুরোপুরি সেরে উঠতে তার যে সময়টা প্রয়োজন সেটা হয়তো পাননি। ফলাফল দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান এই অলরাউন্ডার।

ইন্সাগ্রামে পোস্ট করা স্টোকসের ছবি

পাকিস্তানের বিপক্ষে সিরিজে ঘটেছিল উল্লেখযোগ্য ঘটনা। করোনার কারণে মূল দলের অনেক ক্রিকেটার ছিলেন আইসোলেশনে। অধিনায়ক্ত্বের ভার এসে পড়ে স্টোকসে কাঁধে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন ব্যথানাশক ইনজেকশন দিয়ে।

গত ৩০ জুলাই ক্রিকেট থেকে সাময়িক বিরতির কথা জানান স্টোকস। সবকিছু বিবেচনায় অ্যাশেজে তার খেলা অনিশ্চিত। উল্লেখ্য, যত অ্যাশেজেও তিনি খেলতে পারেননি। সেটা অবশ্য  শৃঙ্খলাভঙ্গের দায়ে অভিযুক্ত হয়ে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img