বুধবার নিয়মিত অধিনায়ক টিম পেইনকে রেখেই অ্যাশেজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু, ঘাড়ের অস্ত্রোপচারের কারণে পেইন পুরোপুরি ফিট নন এখনও। তাই, যদি শেষমুহুর্তে পেইনের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক প্যাট কামিন্সকে অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়, তাতে আপত্তি নেই অজি পেসারের। সাদা পোশাকে দলের হয়ে ৩৪ ম্যাচ খেলা এই ডানহাতি পেসার বোলিং ইউনিটের পাশাপাশি অধিনায়কত্ব সামলাতেও সম্পূর্ণ প্রস্তুত।
“আশা করি টিম সুস্থ্য থাকবে। সে এইমুহুর্তে শতভাগ ফিট প্রায়। তবে আমি প্রস্তুত থাকব যদি শেষ পর্যন্ত আমাকেই অধিনায়কের দায়িত্ব পালন করতে হয়” – বলছিলেন কামিন্স
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/11/315934.4.jpg)
ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি অধিনায়কের দায়িত্ব পালনের ক্ষেত্রে বেশ সহযোগিতা করবে কামিন্সকে, এমনটাই মনে করেন অজি পেসার। দলের যেকোনো প্রয়োজনে সিনিয়র খেলোয়াড়দের থেকেও নিতে চান পরামর্শ, “আপনার কাছে যখন স্মিথি, ডেভির মতো ক্রিকেটার এবং বেশকিছু দুর্দান্ত বোলার থাকবে যারা অনেক অভিজ্ঞ, তাদের সহযোগিতা পেলে আপনার আসলে কোনো সমস্যাই হবে না।”
বিশ্বকাপে টানা ক্রিকেট খেলার পর অ্যাশেজে টানা খেলতে অসুবিধা নেই কামিন্সের। পুরো অস্ট্রেলিয়া দল মুখিয়ে আছে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে।