২৭ জুলাই ২০২৪, শনিবার

আইপিএলের প্রস্তুতি নিতে মিরপুরে সাকিব

- Advertisement -

ব্যাপক আলোচনা-সমালোচনার মাঝেই ২২ মার্চ মধ্যরাতে দেশে আসেন সাকিব আল হাসান। তবে বোর্ডের কারো সঙ্গে এখনও দেখা করেননি তিনি। বুধবার সকাল ৯টার দিকে মিরপুরে এসে হালকা ওয়ার্ম আপের পর চলে যান ইনডোরে। সেখানে একজন থ্রোয়ারকে নিয়ে নেটে ব্যাটিং করেন সাকিব। ঘণ্টাখানেক ব্যাটিংয়ের পর কিছুক্ষণ বিশ্রাম নেন। এ সময় বিসিবির ফিজিও বায়েজিদের সঙ্গে অনেকক্ষণ কথাও বলেছেন। পরে ছোট রানআপে বলও করেন সাকিব।

এ মাসের শেষ দিকে কলকাতা নাইট রাইডার্সের মুম্বাই ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তাই আইপিএলের প্রস্তুতির জন্যই এ অনুশীলনে আসেন তিনি।

ভার্চুয়াল এক সাক্ষাৎকারে দুই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করেন সাকিব আল হাসান। এ নিয়ে ক্রীড়াঙ্গনে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

ক্যারিয়ারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় সাকিব। বাংলাদেশ ক্রিকেটের বর্ণিল এক চরিত্র তিনি। মাঠ এবং মাঠের বাইরের সব জায়গাতেই তার বিচরণ রাজার মতো। অভিষেকের পর বাংলাদেশের প্রায় প্রতিটি জয়ে আছে তার অবদান। মাঠের বাইরের আলোচনাতেও শীর্ষে সাকিব। হোক সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img