২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

আইপিএলে খেলা হচ্ছে না মোহাম্মদ শামির

- Advertisement -

চোটের কারণে আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ভারতের পেসার মোহাম্মদ শামি। গুজরাট টাইটান্স পেসারের ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে না খেলার বিষয়টি বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সংবাদ মাধ্যমটির খবর অনুযায়ী অঙ্কেলের অস্ত্রোপচার করাতে দ্রুত ইংল্যান্ডে যাবেন শামি। যার কারণে আইপিএলে খেলা হবে না তার।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছে, “অ্যাঙ্কেলে বিশেষ একটি ইনজেকশন নিতে গত সপ্তাহের শেষের দিকে শামি লন্ডনে ছিল। তাকে বলা হয়েছিল, তিন সপ্তাহ পর ও হালকা দৌড়াতে পারবে এবং সুস্থ হয়ে যাবে। কিন্তু ইনজেকশন কাজ করেনি। তাই একমাত্র বিকল্প হচ্ছে অস্ত্রোপচার। অস্ত্রোপচারের জন্য সে আবারও যুক্তরাজ্য যাবে। শামির জন্য আইপিএল খেলা অসম্ভব ব্যাপার”

শামির আইপিএলে না খেলা গুজরাটের জন্য বড় ক্ষতির কারণ। গত বছর দলটির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। ১৭ ইনিংসে ১৮.৬৪ গড়ে নিয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ ২৮ উইকেট।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে সুযোগ পেয়ে আলো ছড়িয়েছিলেন শামি। মাত্র ৭ ইনিংসে নিয়েছিলেন ২৪টি উইকেট। তার চেয়ে বেশি উইকেট নিতে পারেনি আর কেউ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img