১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

আইপিএলে নেট বোলার হিসেবে যোগ দিচ্ছেন কটরেল-রামপল

- Advertisement -

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের বাকি পর্বে নেট বোলার হিসেবে দেখা যাবে চার ক্যারিবিয়ান বোলার ডমিনিক ড্রেক্স, ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল এবং শেলডন কটরেলকে। কে কোন দলে যোগ দিতে পারে তা এখনো অনিশ্চিত, তবে চারজনই নেট বোলার হিসেবে আইপিএলের সংযুক্ত আরব আমিরাতের পর্বে যোগ দিতে প্রস্তুত।

আইপিএলে পাঞ্জাব কিংসে খেলেছেন কটরেল

৩৭ বছরে পা রাখতে চলা রামপল টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও আছেন। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ ছন্দে আছেন রামপল; ৯ ম্যাচে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন রোমারিও শেফার্ডের সাথে। ২০১৩-১৪ মৌসুমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলেছেন আইপিএলে; ১২ ম্যাচে নিয়েছিলেন ১৪টি উইকেট।

ডেকানের এডওয়ার্ডস

এডওয়ার্ডস এইবছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে দলে ডাক পান দীর্ঘ ৯ বছর পর। দুই ফ্র্যাঞ্চাইজি দল ডেকান চার্জার্স এবং রাজস্থান রয়েলসের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন আইপিএলে। ড্রেক্স এবং কটরেল দুজনই সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটরিয়টসের হয়ে খেলছেন চলমান সিপিএলে। কটরেল আছেন বিশ্বকাপ দলের অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায়।

১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের অবশিষ্ট পর্ব। এই পর্বে অনুষ্ঠিত হবে ৩১টি ম্যাচ; ১৫ অক্টোবর ফাইনাল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img