প্রায় সাত বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরতে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ক। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তিনি দিয়েছেন ফেরার ইঙ্গিত। মূলত, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর সেই কথা ভেবেই অজি পেসারের আইপিএলে খেলার ভাবনা। সর্বশেষ ২০১৫ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে শেষবার আইপিএলে খেলেছিলেন স্টার্ক।
“আমি এখনও ড্রাফটে নিজের নাম দেইনি। আমার হাতে কিছু সময় আছে। তবে, আগামী দিনের খেলার সূচি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে খেলার সম্ভাবনাই বেশী”- বলছিলেন স্টার্ক
Starc has played 27 matches for Royal Challengers Bangalore (RCB) in the IPLhttps://t.co/2FZ5twswP4
— CricketNDTV (@CricketNDTV) January 12, 2022
২০১৪ এবং ২০১৫ মৌসুমে আরসিবির হয়ে মাঠ মাতিয়েছেন স্টার্ক। ২৭ ম্যাচে মাত্র ৭.১৬ ইকোনমি রেটে নিয়েছেন ৩৪ উইকেট। এরপর আর খেলেননি মূলত নিজেকে বিশ্রাম দিতেই, পরিবারের সাথে সময় অতিবাহিত করতে। তবে, এবারে বিশ্বকাপ প্রস্তুতির জন্য স্টার্ক উপযুক্ত মঞ্চ মনে করছেন আইপিএলকেই।
১০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আইপিএল। ১৮টি ম্যাচ ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়ার পর, ১৮টি ম্যাচ প্রতিপক্ষের মাঠেও খেলবে দলগুলো। ফাইনালসহ এপ্রিলে শুরু হওয়া আইপিএল চলবে জুন অব্দি।