১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আইপিএল নিলামে নাম দেননি সাকিব-লিটন

- Advertisement -

কয়েকদিন আগেই সাকিব আল হাসান ও লিটন কুমার দাশকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ধারণা করা হচ্ছিল, আগামী ১৯ ডিসেম্বরে হতে যাওয়া নিলামে থাকবেন এই দুই তারকা ক্রিকেটার। গতকাল রাতে আইপিএলের ড্রাফটে থাকা খেলোয়ারদের তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদসহ ছয় বাংলাদেশী থাকলেও নেই সাকিব-লিটন।

আইপিএলের নিলামে বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপীর ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। কয়েকদিন আগে তাকেও ছেড়ে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। বাকি পাঁচ ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

বিশ্বকাপের পর থেকে ব্যস্ততা বেড়েছে সাকিবের। এছাড়া বিশ্বকাপেও ভালো করতে পারেননি তিনি। লিটন সবশেষ আইপিএলে খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। দুই তারকা ক্রিকেটার কেনো নাম পাঠাননি সে বিষয়ে এখনো

নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। তার মধ্যে ৮৩০ জন ভারতীয় ক্রিকেটার। এছাড়া আছেন ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়। তাদের মধ্যে অন্যতম মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্রের মতো বিশ্বকাপ মাতানো ক্রিকেটার। আবার নাম না পাঠানোদের তালিকায় আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস, জফরা আর্চারের মতো শীর্ষ ক্রিকেটার।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img