২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

আইপিএল শুরু ৯ এপ্রিল, ফাইনাল ৩০ মে

- Advertisement -

নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। তার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে প্রস্তুতির সুযোগ থাকছে প্রায় সব দেশের ক্রিকেটারদের। রোববার আইপিএলের ১৪তম আসরের দিনক্ষণ জানিয়েছে বিসিসিআই। ৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের আসর। বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

৬টি শহরে ৫৬ লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হচ্ছে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা, দিল্লি এবং আহমেদাবাদ। তার মধ্যে প্রথম চারটি ভেন্যুর প্রত্যেকটিতে ১০টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিল্লি এবং আহমেদাবাদ ৮টি করে ম্যাচ আয়োজন করবে।শুরুর দিকে ম্যাচগুলো দর্শকবিহীন হবে। তবে টুর্নামেন্টের শেষের দিকে সীমিত দর্শক খেলা দেখার সুযোগ পাবে জানিয়েছে আয়োজকরা। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় হবে প্রথম ম্যাচ এবং রাত ৮টায় হবে পরের ম্যাচ। ৩০ মে আহমেদাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। করোনার কারনে গেল বছর আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img