৭ জুন ২০২৩, বুধবার

আইপিএল শেষে এশিয়া কাপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত: জয় শাহ

- Advertisement -

২০২৩ এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। নিজেদের সিদ্ধান্ত অনেক আগেই পিসিবিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এদিকে পাকিস্তানও ভারতকে জানিয়ে দিয়েছে তারা যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে তাহলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবেনা।

বিসিসিআই চাচ্ছে এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো দেশে যাতে আয়োজন করা হয়। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি কোনোভাবেই এশিয়া কাপের আয়োজকস্বত্ব হারাতে রাজি নয়। শেঠি এশিয়া কাপ খেলতে ভারতকে ‘হাইব্রিড’ মডেলের একটি প্রস্তাব দিয়েছে। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে চায় পিসিবি।

এশিয়া কাপ আয়োজন নিয়ে শুরু হয়েছে জটিলতা

তবে ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে কিনা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিসিআই। আইপিএলের ফাইনালের পর বিসিসিআই তাদের সিদ্ধান্ত জানাবে বলে ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ। তিনি বলেন,

“এখন পর্যন্ত, এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত, শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের কর্মকর্তারা আইপিএলের ফাইনাল দেখতে আসবে। আমরা তারপর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবো” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img