২৭ জুলাই ২০২৪, শনিবার

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের ৩৪৯

- Advertisement -

সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৪৯ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে বাংলাদেশ। যার ফলে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেল টাইগাররা।

সিলেটে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। নতুন বলে আইরিশ বোলারদের সুইং বোলিংয়ে অনেকটা কষ্ট হচ্ছিল বাংলাদেশী ব্যাটারদের উইকেটে টিকে থাকা। যার ফলে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪৩ রান।

এরপর ওপেনার লিটন দাসের সঙ্গে ১০১ রানের জুটিতে সাময়িক চাপ সামাল দেন শান্ত। দলীয় ১৪৩ রানে লিটন আউট হলে সাকিবের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন শান্ত। তবে সাকিব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। এরপর কিছুক্ষণ পর আউট হন শান্তও।

তবে এরপরই দুই আগ্রাসী ব্যাট করতে থাকেন দুই ব্যাটার তাওহীদ হৃদয় এবং মুশফিকুর রহীম। মুশফিক এই ম্যাচের মধ্যে স্পর্শ করে ফেলেন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক।

এরপর মুশফিক এবং হৃদয় মিলে গড়েন ৭৮ বলে ১২৮ রানের আগ্রাসী জুটি। দলীয় ৩১৮ রানে আউট হন হৃদয়, করেন ৩৪ বলে ৪৯ রান। হৃদয় আউট হলেও নিজের সেঞ্চুরি তুলে নেন মুশফিক, ৬০ বলে ১০০ করেন তিনি। যার ফলে ৩৪৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন পেসার গ্রাহাম হিউম।

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img