১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আইসিসির অক্টোবর মাসের সেরার তালিকায় ডি কক-রবীন্দ্র-বুমরাহ

- Advertisement -

অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সাউথ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছেন ডি কক। শেষ টুর্নামেন্টে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন তিনি। ইতিমধ্যে তিনটি সেঞ্চুরি করে রান সংগ্রাহকদের তালিকায় আছেন ১ নম্বরে। শুধুমাত্র দারুণ ব্যাটিংই করেননি ডি কক, কিপিংয়েও দেখিয়েছেন মুনশিয়ানা। অক্টোবর মাসে উইকেটের পেছনে মোটে ১০টি ক্যাচ নিয়েছেন, সেই সাথে একটি স্ট্যাম্পিংও করেছেন প্রোটিয়া ওপেনার।

প্রথমবার বিশ্বকাপে খেলছেন রবীন্দ্র, শুধু খেলছেন বললে একটু অবিচার হবে। রীতিমত রান বন্যা বইয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগেও লোয়ার-মিডল অর্ডার ব্যাট করেছিলেন তিনি। টুর্নামেন্টে উপরে সুযোগ পেয়ে তিনটি সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন নিজের সামর্থ্য। বিশ্বকাপের ইতিহাসে অভিষেকে তিন সেঞ্চুরির রেকর্ড নেই আর কারো।

বল হাতেও খুব একটা খারাপ করেননি রবীন্দ্র। অক্টোবর মাসে তিন উইকেট নিয়েছেন তিনি। অবধারিতভাবেই তাই অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেয়েছেন কিউই তারকা ক্রিকেটার।

ইনজুরি থেকে ফেরার পর থেকেই দারুণ ছন্দে আছেন বুমরাহ। অক্টোবর মাসে মোটে ১৪ উইকেট শিকার করেছেন তিনি। রান দেওয়ার ক্ষেত্রেও দেখিয়েছেন কৃপণতা। বিশ্বকাপেও দারুণ করছেন বুমরাহ। ওভারপ্রতি এই টুর্নামেন্টে মাত্র ৩.৯১ গড়ে রান দিয়েছেন তিনি।

মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, বাংলাদেশের নাহিদা আক্তার ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img