আগস্টের মাসসেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরানের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাদাব খান।
এর আগে দুবার আইসিসি ‘প্লেয়বর অফ দ্যা মান্থ’ জিতেছেন পাকিস্থানের অধিনায়ক বাবর আজম। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটারের জন্য তৃতীয় বারের মতো এই পুরষ্কার জেতা এখন সময়ের ব্যাপার।
গত মাসে দুই অর্ধশত এবং একটি সেঞ্চুরি সহ নিজের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন বাবর। এশিয়া কাপে নেপালের বিপক্ষে খেলেছেন ১৫১ রানের ইনিংস। সঙ্গে গড়েছেন দারুণ এক কীর্তি। সবচেয়ে কম ম্যাচ খেলে ১৯তম ওয়ানডে সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি।
এদিকে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করে তালিকায় জায়গা করে নিয়েছেন পাকিস্তানের পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাদাব খান। আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ বলে তার ৩৯ রান পাকিস্তানকে ২০১ রানে স্কোর গড়তে সাহায্য করেছিল। সে ম্যাচে আফগানদের মাত্র ৫৯ রানে অলআউট করার দিনে তিনি নিয়েছিলেন আব্দুল রহমানের উইকেট।
দ্বিতীয় ওয়ানডেতে এক উইকেটের জয়ে তিনি ৩৫ বলে ৪৮ রান করেন। শেষ ম্যাচে বল হাতে নেন ৪২ রানে ৩ উইকেট। প্রথম ম্যাচে নেন এক ওভারে ১ রানে ১ উইকেট। নেপালের বিপক্ষে তিনি নেন ২৭ রানে ৪ উইকেট।
তালিকায় আরেক ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা নিকোলাস পুরাণ। ভারতের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজ জয়ে ব্যাট হাতে এই ক্রিকেটার ছিলেন দুর্দান্ত। প্রথম ম্যাচে ৩৪ বলে ৪১, দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৬৭, তৃতীয় ম্যাচে ২০ এবং শেষ ম্যাচে ৩৫ বলে ৪৭ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। সিরেজে ৩৫.২০ গড়ে সর্বোচ্চ ১৭৬ রান করে সিরিজ সেরার পুরষ্কারও জেতেন এই উইকেটকিপার ব্যাটার। সেটাই তাকে এইমাসের সেরার তালিকায় জায়গা করে দিয়েছে।