১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টাইগাররা কে কোথায়?

- Advertisement -

এক যুগে প্রথমবার এমন হলো, টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সেরা পাঁচেও দেখা গেল না সাকিব আল হাসানের নাম। বোলিংয়ে অধারাবাহিকতা, সাথে ব্যাট হাতেও রান নেই ঠিকঠাক। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যার পড়েছে বড় প্রভাব। একদিকে নবি-পান্ডিয়াদের উন্নতি, অন্যদিকে সাকিবের অবনতি! গত এক যুগে এই প্রথমবার সাকিবের নাম আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে ৬ নম্বরে।

আইসিসি মূলত একশো জনের তালিকা প্রকাশ করে। অলরাউন্ডারদের সেই তালিকায় সাকিব ছাড়াও বাংলাদেশের আরও আছেন রিশাদ হোসেন (৪১), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৫), শেখ মাহেদি (৫৩) এবং আফিফ হোসেন (৮০)। পাঁচ ধাপ এগিয়েছেন রিশাদ, রিয়াদ পিছিয়েছেন চার ধাপ।

ব্যাটারদের তালিকায় সবার ওপরে ট্রাভিস হেড, বাংলাদেশের মধ্যে তাওহীদ হৃদয়। যুব বিশ্বকাপ জেতা হৃদয় তিন ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এখন ২৮ নম্বরে। চার ধাপ এগিয়েছেন লিটন দাশও, টাইগার ওপেনারের অবস্থান ৪০তম। অনেক সমালোচনা হলেও ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সাত ধাপ এগিয়ে শান্ত এখন সেরা পঞ্চাশে (৪৯)। এছাড়া আট ধাপ পিছিয়েছেন রিয়াদ (৮১), নয় ধাপ সাকিব (৮৪)।

বোলিংয়ে সবার শীর্ষে আদিল রশিদ। টাইগার বোলারদের র‌্যাঙ্কিংয়ে চোখ দিলে সবার আগে দেখা যাবে মুস্তাফিজুর রহমানের নাম। চার ধাপ পেছোলেও কাটার মাস্টার আছেন সেরা বিশে (১৮)। তাসকিন চব্বিশেই আছেন, তিন ধাপ এগিয়েছেন রিশাদ হোসেন (২৬)। এছাড়াও সেরা পঞ্চাশের মধ্যে আছেন পাঁচ ধাপ এগোনো শেখ মাহেদি (৩৪), চার ধাপ পেছানো সাকিব (৪০)। ভালো বোলিংয়ের পুরস্কার পেয়েছেন তানজিম সাকিবও, চার ধাপ এগিয়ে তানজিম ৬৫ নম্বরে। আট ধাপ পিছিয়ে পরের অবস্থানেই শরীফুল ইসলাম। সেরা একশোতে আছেন হাসান মাহমুদ (৭৫) আর নাসুম আহমেদও (৭৬)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img