৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আইসিসির ‘দ্বিচারিতায়’ ক্ষুব্ধ রোহিত শর্মা

- Advertisement -

সাউথ আফ্রিকা-ভারতের মধ্যকার কেপ টাউন টেস্টকে ‘উইকেট বৃষ্টির’ টেস্ট বললেও ভুল হবে না। প্রথম দিনই ২৩ উইকেট, সব মিলে ৩৩! মাত্র দেড় দিনে ইতিহাসের সংক্ষিপ্ততম এই টেস্টে খেলাই হয়েছে মোটে ৬৪২ বল। ৭ উইকেটে জিতে সিরিজ ড্র করলেও কেপ টাউনের পিচ নিয়ে বেজায় নাখোশ ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচ জিতলেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক সরব হয়েছেন আইসিসির দ্বিচারিতা নিয়ে। রোহিতের দাবি, ভারতের পিচে বল প্রথম দিন থেকে স্পিন করলে অনেক কথা হতো, যা কেপ টাউনে হয়নি। অন্য দেশে টেস্টের প্রথম দিন থেকেই পিচ গতির স্বর্গ হইয়ে উঠলেও তাতে কেনো কোনো সমস্যা হয় না, এ নিয়ে প্রশ্নও তুলেছেন রোহিত।

কেপটাউন পিচ নিয়ে কথা বলতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ নিয়েও কথা বলেন রোহিত। তাঁর মতে, ট্রাভিস হেডের সেঞ্চুরিতে সেই ফাইনালে ৭ উইকেটে অস্ট্রেলিয়া জিতে চ্যাম্পিয়ন হলেও সেই ফাইনালের পিচকে দেওয়া হয়েছিল ‘গড়পড়তা’ রেটিং। কিন্তু কেনো? খারাপ উইকেটে কেউ কীভাবে সেঞ্চুরি করে ম্যাচ জেতাতে পারে?

 “পিচের রেটিং দেওয়ার ব্যাপারে কয়েকজন ম্যাচ রেফারির আরও সতর্ক হওয়া উচিত। আমি এখনও অবাক যে বিশ্বকাপ ফাইনালের পিচকে ‘গড়পড়তা’ রেটিং দেওয়া হয়েছে। এক ব্যাটার সেখানে সেঞ্চুরি করেছে। কীভাবে সেটা বাজে পিচ হয়? যা তারা দেখছেন সেটার ওপর ভিত্তি করে আইসিসি, ম্যাচ রেফারির পিচ রেটিং দিতে হবে, দেশ দেখে নয়। আশা করি, তারা তাদের চোখ-কান খোলা রেখে কাজ করবেন।” 

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আন্তরিকভাবেই বলছি, আমি এ ধরনের পিচের পক্ষে। এ ধরনের পিচে খেলে নিজেদের আমরা চ্যালেঞ্জ জানাতে চাই। তবে সব সময় নিরপেক্ষতা চাই।” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img