৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার নাহিদা আক্তার

- Advertisement -

আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন নাহিদা আক্তার। বাংলাদেশের ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবালকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি। নাহিদাই একমাত্র বাংলাদেশী নারী ক্রিকেটার যিনি আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন।

গত নভেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচের সেই সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নেন ২৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাহিদা। সিরিজসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। এবার আইসিসি থেকেও দারুণ খেলার পুরস্কার পেলেন তিনি।

আরেক বাংলাদেশী ফারজানাও পাকিস্তান সিরিজে দারুণ খেলেছেন। তিন ম্যাচে ৩৬.৬৬ গড়ে করেন ১১০ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।

আইসিসির মাসসেরা পুরস্কার পেয়ে দারুণ খুশি নাহিদা। তিনি বলেন, “গত কয়েক মাসে আমরা অসাধারণ কিছু ক্রিকেট খেলেছি। দল হিসেবে যে সাফল্য পেয়েছি, তাতে অবদান রাখতে পেরে আমি দারুণ খুশি। অবশ্যই আমার অধিনায়ক, কোচ, সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে সব সময় আমার ওপর আস্থা রাখার জন্য। এটিই আসলে মানসম্পন্ন দলের বিপক্ষে সহজাত খেলা খেলতে, চাপের মুখে পারফর্ম করার সুযোগ করে দিয়েছে”

আইসিসির মাসসেরা পুরুষ খেলোয়াড় হয়েছেন ওয়ানডে বিশ্বকাপে দারুণ শতক হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে শিরোপা জেতানো ট্রাভিস হেড। স্বদেশী গ্লেন ম্যাক্সওয়েল ও ভারতের পেসার মোহাম্মদ শামিকে পেছনে ফেলে নভেম্বর মাসের সেরা খেলেয়াড়ের পুরস্কার জেতেন হেড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img