ম্যাচ গড়াপেটার দায়ে ৬ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন লঙ্কানদের সাবেক পেসার নুয়ান জয়সা। মঙ্গলবার মেইলের মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২০১৮ সালেই আইসিসি’র দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযুক্ত হন এবং জয়সাকে অস্থায়ী সাসপেন্ডও করা হয়েছিলো। বছর তিনেক ধরে ঐ বিষয়গুলোতে নিজেকে নির্দোষ করতে পারেননি দ্বীপদেশকে ১২৫ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই বাহাতি পেসার।
আইসিসি’র দুর্নীতি দমন কমিশনের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, নুয়ান এক যুগের ক্যারিয়ারে ফিক্সিং ইস্যুতে অনেক ক্লাস করেছেন, তিনি শ্রীলঙ্কার সাবেক খেলোয়াড় ও কোচ। সবার কাছে রোল মডেল হওয়ার কথা অথচ,দুর্নীতি করে তরুন প্রজন্মের কাছে ক্রিকেট খেলাটাকে আরো ছোট করলেন।“
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কদিন আগেই আরেক লঙ্কান ক্রিকেটার দিলহারা লোকুহেতিগকে ৮ বছরের জন্য বহিষ্কার করেছিলো আইসিসি। চলতি মাসের শুরুর দিকে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের বিপক্ষেও আসে নেতিবাচক ফল। তিনিও ৮ বছরের জন্য সবধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ।