১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার

- Advertisement -

২০২৩ সালের আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ভারতের ব্যাটার সূর্যকুমার যাদব। টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেন তিনি। জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানকে পেছনে ফেলে আইসিসির বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার।

গত বছরটা দারুণ কাটিয়েছেন ভারতীয় ব্যাটার। ২০ ওভারের ফরম্যাটে ২০২৩ সালে প্রায় পঞ্চাশের কাছাকাছি গড়ে ১৭ ইনিংসে ৭৩৩ রান করেছেন সূর্য। ভারতীয় এ ব্যাটারের স্ট্রাইকরেটও ঈর্ষণীয়, ১৫৫.৯৫।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে ২০২৩ সালটা শুরু করেছিলেন সূর্য। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ৫১ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর পুরো বছরেই সেই ফর্ম ধরে রেখেছিলেন। বছরের শেষ দিকে তো টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্বও দিয়েছেন ডানহাতি মারকুটে এ ব্যাটার।

আইসিসি বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটারেরও নাম ঘোষণা করেছে। ২০২৩ সালে দুর্দান্ত সময় কাটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথুস। ২০২৩ সালে ১৪ ম্যাচে ৭০০ রান করার পাশাপাশি ১৯ উইকেট তিনি। তাতে করে অস্ট্রেলিয়ার এলিস পেরি, ইংল্যান্ডের সোফি একলস্টোন ও শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন ম্যাথুস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img