১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আইসিসির হল অব ফেমে বীরেন্দর শেবাগ ও অরবিন্দ ডি সিলভা

- Advertisement -

আইসিসির হল অব ফেমে যুক্ত করা হয়েছে ভারতের বীরেন্দর শেবাগ ও শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভাকে। এছাড়াও এই তালিকায় প্রথম ভারতীয় নারী হিসেবে জায়গা পেয়েছেন ডায়ানা এডুলজি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তিনজনকে যুক্ত করার খবর জানিয়েছে আইসিসি। হল অব ফেমে ডি সিলভা, এডুলজি ও শেবাগকে যথাক্রমে ১১০, ১১১ ও ১১২তম সদস্য করা হয়েছে।

শেবাগ ভারতের হয়ে ১০৪ টেস্ট, ২৫১ ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতেন এই ওপেনার। ভারতের হয়ে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন শেবাগ। ভারতের হয়ে টেস্টে সর্বপ্রথম তিনশো রান করেছিলেন তিনি।

আইসিসির হল অব ফেমে যুক্ত হওয়ার পর শেবাগ বলেছেন, “আমাকে এই সম্মান জানানোর জন্য আইসিসি ও জুরি বোর্ডকে ধন্যবাদ দিতে চাই। আমি যা সবচেয়ে বেশি পছন্দ করতাম তা করতে পারার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি”

ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ

১৯৯৬ সালের বিশ্বকাপে সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে শিরোপা জিতিয়েছিলেন ডি সিলভা। লঙ্কানদের হয়ে ৯৩ টেস্টে ৬৩৬১ রান করেছেন তিনি। এছাড়াও ওয়ানডেতে ৩০৮ ম্যাচে করেছেন ৯২৮৪ রান।

আইসিসির হল অব ফেমে যুক্ত হওয়ার পর ডি সিলভা বলেছেন, “আইসিসির হল অব ফেমে সম্মানিত হওয়ায় আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার পরিবার, আমার বাবা-মা, আমার বোন, আমার স্ত্রী ও সন্তানদের সমর্থন এবং ত্যাগের জন্য গভীর ধন্যবাদ প্রাপ্য, যা আমাকে সাফল্যের দিকে পরিচালিত করেছে”

ভারতের নারী দলের সাবেক অধিনায়ক এডুলজি ২০টি টেস্ট ও ৩৪টি ওয়ানডে খেলেছেন। দুই ফরম্যাট মিলিয়ে মোটে ১০৯ উইকেট শিকার করেছেন তিনি। আইসিসির হল অব ফেমে যুক্ত হয়ে এডুলজি বলেছেন, “আমি এই পুরস্কারের জন্য বিবেচিত হতে পেরে আনন্দিত। এটা শুধু আমার পরিবার এবং বন্ধুদের জন্যই নয়, বিসিসিআই এবং ভারতীয় মহিলা ক্রিকেটের জন্যও গর্বের মুহূর্ত”

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img