আইসিসির পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর নাম। দীর্ঘ নয় বছর ধরে এই শীর্ষ পদে ছিলেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে। ভারতীয় স্পিনারেরই স্থলাভিষিক্ত হচ্ছেন সৌরভ; বুধবার এই খবর নিশ্চিত করেছে আইসিসি।
“আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলীকে স্বাগত জানাই। একজন সেরা ক্রিকেটার এবং প্রশাসক হিসেবে তার যেই অভিজ্ঞতা, সেগুলো ক্রিকেটের উন্নয়নে সহযোগিতা করবে”- বলছিলেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে
JUST IN: BCCI president Sourav Ganguly has been appointed as the chair of the ICC men’s cricket committee. He succeeds Anil Kumble, who stepped down after having served the maximum of three three-year terms pic.twitter.com/srOrIVISWx
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 17, 2021
২০১২ সালে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হোন অনিল কুম্বলে। তিন বছর মেয়াদ শেষে ২০১৬ সালে তাকে আবারও দায়িত্ব দেয়া হয়। এভাবে টানা নয় বছর আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর তিনি পদত্যাগ করেছেন। কুম্বলের প্রসংশায় পঞ্চমুখ গ্রেগ বার্কলে, “আমি কুম্বলেকে তার অসাধারণ নেতৃত্বগুণের জন্য ধন্যবাদ জানাতে চাই। ডিসিশন রিভিউ সিস্টেমকে আরও নিয়মিত ও সামঞ্জস্যপূর্ণ করতে তার ভূমিকা অপরিসীম।“