৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

আইসিসি বোলিং র‌্যাংকিংয়ে চারে মেহেদি মিরাজ, আটে মুস্তাফিজ

- Advertisement -

প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। লম্বা সময় পর প্রত্যাবর্তন সিরিজেই দারুণ পারফর্ম করলো টাইগাররা। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ হয়েছে ক্যারিবিয়ানরা। জানা কথা ব্যক্তিগত র‌্যাংকিংয়ে জায়গার পরিবর্তন হবে বাংলাদেশের ক্রিকেটারদের। তাই হয়েছে, তবে সবচেয়ে খুশি হওয়ার কথা অলরাউন্ডার মেহেদি মিরাজের। দারুণ বোলিং করেছেন সিরিজে। স্বীকৃতিও পেয়েছেন।

আইসিসি’র বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে প্রথমবারের মতো জায়গা করেছেন। এক লাফে ৯ ধাপ এগিয়ে চার নাম্বারে আছেন এই স্পিনার। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২.৭০ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট নেন মিরাজ। সেরা দশে আছেন আরেকজন বাংলাদেশী। পেসার মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ে তিন ম্যাচে মুস্তাফিজ নেন ৬ উইকেট, ইকোনমি ২.৯৫। তিনি এগিয়েছেন ১১ ধাপ ।

 

নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেরও। তিনিও আছেন সেরা ১৫ তে। অলরাউন্ডার আছেন ১৩তম স্থানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ২.২৫ ইকোনমিতে নেন ৬ উইকেট। সিরিজ সেরাও হয়েছেন সাকিব আল হাসান। বোলারদের মধ্যে সবার উপরে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। আগের মতোই সবার উপরে সাকিব। এরপর আছেন মোহাম্মদ নবি, ক্রিস ওকস, বেন স্টোকস এবং ইমাদ ওয়াসিম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img