১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আইসোলেশনে ভারতীয় কোচ রবি শাস্ত্রী

- Advertisement -

করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এসেছে ভারতীয় জাতীয় দলের কোচ রবি শাস্ত্রীর। তাঁকে লন্ডনের টিম হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। সাবধানতা অবলম্বনের জন্য শাস্ত্রীর পাশাপাশি আইসোলেশনে পাঠানো হয়েছে কোচিং প্যানেলের বাকি কয়েকজন সদস্যদেরও। তবে  খেলোয়াড়দের সকলেরই এসেছে নেগেটিভ ফলাফল।

লন্ডনে শনিবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে শাস্ত্রীর। শাস্ত্রীর দ্বারা করোনা ছড়াতে পারে তার সাথে থাকা কোচিং প্যানেলের বাকি সদস্যদের মাঝেও; তাই সাবধানতাস্বরূপ তার সাথে বোলিং কোচ ভারত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিওথেরাপিস্ট নিতিন প্যাটেলকেও রাখা হয়েছে আইসোলেশনে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

“তাঁদের প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে। তাঁরা এখন টিম হোটেলেই অবস্থান করবেন এবং মেডিকেল টিমের অনুমতি ছাড়া দলের সাথে কোথাও ভ্রমণ করবেন না”- বিবৃতিতে জানায় বিসিসিআই

বিবৃতিতে আরো জানানো হয়, করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে ভারতীয় দলের সাথে থাকা বাকি সকল সদস্যের।

“ভারতীয় দলের বাকি সকল সদস্যের দুবার করে করোনা পরীক্ষা করা হয়েছে। সবার ফলাফল ‘নেগেটিভ’ আসায় তাঁদের ওভালে চলতি টেস্টে মাঠে যাবার অনুমতি দেওয়া হয়েছে”- জানিয়েছে বিসিসিআই

ভারত ও ইংল্যান্ড দুই দলকেই আলাদা হোটেলে আলাদা বায়োবাবলে রাখা হয়েছে। দলের সদস্যরা কেবল মাঠেই একে অপরের সাথে মিলিত হতে পারেন। তবে ইংল্যান্ডে বর্তমানে কোভিড পরিস্থিতি শিথিল হওয়ায় হোটেল দুটি সাধারণ মানুষের জন্যও রয়েছে উন্মুক্ত।

চলমান ইংল্যান্ড বনাম ভারত ৫ ম্যাচ টেস্ট সিরিজে এই মুহুর্তে ১-১ এ সমতা বিরাজ করছে। ৪র্থ টেস্টে ওভালে তৃতীয় দিনশেষে নিজেদের ২য় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেছে ভারত। নিয়েছে ১৭১ রানের বড় লিড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img