১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আকবর-প্রিতমের দারুণ ব্যাটিংয়ে বিসিএলের চ্যাম্পিয়ন নর্থ জোন

- Advertisement -

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিসিএল) ১১তম আসরের ফাইনালে ইস্ট জোনকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ জোন। দায়িত্বশীল ব্যাটিং করে দলকে দারুণ জয় এনে দিয়েছেন অধিনায়ক আকবর আলী ও প্রিতম কুমার।

ইস্ট জোনের দেওয়া ২৭৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো পায় নর্থ জোন। সবশেষ ম্যাচে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান এদিনও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০ বলে ১৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ফিফটি মিসের হতাশা নিয়ে ফিরেছেন। অর্ধ শতক থেকে ৭ রান দূরে থেকে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। অমিত হাসান-আব্দুল্লাহ মামুন তেমন কিছু করতে পারেননি। নর্থ জোনের হাল ধরেন প্রিতম। তাকে দারুণ সঙ্গ দেন তাইবুর রহমান। দুজনের জুটিতে উঠে ৯০ রান। ২৪ রান করে তাইবুর নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরলে অধিনায়ক অকবর দায়িত্বশীল ব্যাটিং করেন।

৮৬ বলে ৭৬ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রিতম। তবে দলকে বিপদে পড়তে দেননি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর। ৫৯ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে দলের জয় নিয়েই মাঠ ছাড়েন তিনি।

ইস্ট জোনের হয়ে দুটি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন নাঈম হাসান ও রেজাউর রহমান রাজা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরিতে ২৭৫ রানের সংগ্রহ পায় ইস্ট জোন। শুরুতেই সৈকত আলীর উইকেট হারায় ইস্ট জোন। নর্থ জোনের পেসার শহিদুল ইসলামের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে সৈকতের ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। তিনে নেমে বড় রানের ইনিংস খেলতে পারেননি মাহমুদুল হাসান জয়। ২৫ বলে ১৬ রান করে ড্রেসিংরুমের পথ ধরেছেন তিনি। তেমন কিছুই করতে পারেননি মুমিনুল হকও।

তবে ইস্ট জোনের ওপেনার পারভেজ হাসান ইমন খেলেছেন দারুণ। ৫ নম্বরে আসা দীপুর সাথে গড়েছেন ১২২ রানের জুটি। তাতেই বড় রানের ভিত পায় ইস্ট জোন। ৮৯ বলে ৭৩ রান করে ইমন উইকেটের পেছনে আকবর আলীকে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে সেই জুটি। ইমন ফিরলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন দিপু। লিস্ট এ ক্রিকেটে এটি তার চতুর্থ শতক। শেষ পর্যন্ত ১২২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন তিনি। মাঝে ইরফান শুক্কুর খেলেছেন ৩৬ বলে ৩৬ রানের ইনিংস।

নর্থ জোনের হয়ে ১০ ওভারে ৫০ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন পেসার নাহিদ রানা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img