২৭ জুলাই ২০২৪, শনিবার

আকিলার প্রত্যাবর্তন, শ্রীলঙ্কার জয়

- Advertisement -

প্রথমে হ্যাটট্রিক পরে টানা ৭ ছয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কান স্পিনার আকিলা দনঞ্জয়ার ছিল এমনই মিশ্র অনুভূ্তি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই আকিলাই হলেন জয়ের নায়ক, লঙ্কানদের ৪৩ রানে জয়ের দিনে আকিলা ৪ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তবে ম্যাচসেরা অবশ্য ভানিদু হাসারাঙ্গা, ১৭ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

প্রথম টি-টোয়েন্টিতেও দারুণ বোলিং করেছেন হাসারাঙ্গা, তবে কাইরন পোলার্ডে আঁড়াল হয়েছে সব। অ্যান্টিগায় প্রথমে ব্যাট করে ১৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকার ফিফটির সাথে নিসানাকার গুরুত্বপূর্ণ ৩৭, ক্যারিবিয়ানদের  হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট ব্রাভোর।

দেড়শোর বেশি লক্ষ্য, ইনিংসের প্রথম থেকেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৯ রানেই তারা হারিয়েছে এভিন লুইসের উইকেট। ক্যারিবিয়ান হয়ে সর্বোচ্চ রান সিমন্সের; সেটাও ২১। ১৮.৪ ওভারেই অল আউট ওয়েস্ট ইন্ডিজ, রান ১১৭। হাসারাঙ্গা, আকিলার মতো দারুন ছিলেন সান্দাকান, নিয়েছেন ৩ উইকেট।   সূচি অনুযায়ী সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ সোমবার ভোরে।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা:  ১৬০/৬ (গুনাথিলাকা ৫৬, নিসানাকা ৩৭, ম্যাককয় ৪-০-৩৪-১, ব্রাভো ৪-০-২৫-২)

ওয়েস্ট ইন্ডিজ:  ১১৭ (১৮.৪ ওভার) (সিমন্স ২১, গেইল ১৬, দনাঞ্জয়া ৪-০-১৩-১, হাসারাঙ্গা ৪-০-১৭-৩, সান্দাকান ৩.৪-০-১০-৩)।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img