২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টুয়েলভে’ বাংলাদেশ

- Advertisement -

আইসিসি আগেই জানিয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে যারা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকবে, তারা অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে মূল পর্বে। তার মানে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাঁধা আর থাকলো না টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ জেতায় ৭৮৮৮ পয়েন্টস এবং ২৩২ রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান এইমুহুর্তে আটে।

ওয়েস্ট ইন্ডিজ জিতলে দৃশ্যপটটা হতে পারতো অন্যরকম। কিন্তু, ক্যারিবিয়ানদের হারে লাভটা হলো সাকিব আল হাসান-মাহমুদুল্লাহ রিয়াদদেরই। সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপে ভরাডুবির পরেও ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ের কারণে টাইগাররা তাই প্রথম রাউন্ডের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে।

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ দল

বাংলাদেশের সমান ২৩২ রেটিং থাকলেও ৬৯৫১ পয়েন্টস নিয়ে নবম স্থানে শ্রীলঙ্কা। দশম স্থানে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ। দুই দলকেই খেলতে হবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ডে। ২৩৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে একধাপ এগিয়ে আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে যদি মোহাম্মদ নবির দল হেরেও যায়, তবুও অষ্টম স্থানে থেকেই বিশ্বকাপ শেষ করবে আফগানরা।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা দলগুলো হলো- ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img