২৭ জুলাই ২০২৪, শনিবার

আগে দেশ,পরে আইপিএল : মুস্তাফিজ

- Advertisement -

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলতে এরই মধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুস্তাফিজ জানিয়েছে ”যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি  না রাখে তাহলে বিসিবি জানে, বিসিবি যেটা বলবে আমি সেটা করবো। বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নাই।”

এবারের আইপিএলের নিলামে মুস্তাফিজকে ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসর হতে পারে এপ্রিল-মে মাসে। এপ্রিলেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। এই সিরিজ থেকে এরই মধ্যে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।

মুস্তাফিজ টেস্ট খেলবেন নাকি আইপিএল এমন প্রশ্নের জবাবে এই বাঁ-হাতি পেইসার বলেন “সবার আগে আমার দেশের খেলা। যদি টেস্ট দলে না থাকি, আমি বিসিবিকে বলবো। যদি বিসিবি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশই আগে। দেশের হয়ে বা আইপিএলে খেলার বিষয়ে অন্য কোনো চাপ নেই।”

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img