১১ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার

আজমতুল্লাহর ‘তিন’ রানের আক্ষেপ, আক্ষেপে পুড়লো আফগানরাও!

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের দরকার ৪৩৮ রানের জয়! সেমিফানাইলে ওঠার জন্য প্রায় অসম্ভব সমীকরণ নিয়েই টসে জিতে প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটিং নিয়েছিল আফগানরা। ৪০০ রান তো দূরের কথা, দেড়শো রানও তুলতে পারেনি হাশমতউল্লাহ শহীদির দল। অথচ আফগানদের সব কষ্ট ছাপিয়ে আজমতুল্লাহ ওমরজাইয়ের ৯৭* রানের ইনিংসটাই নজর কেড়ে নিলো। শেষ পর্যন্ত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৪৪ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচগুলোর মতো পাওয়ারপ্লেতে বেশ দেখেশুনে খেলেছেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। তবে ছন্দপতন ঘটে নবম ওভারের প্রথম বলে ২২ বলে ২৫ রান করে রহমানুল্লাহ যখন কেশভ মহারাজের শিকার হন। পাওয়ারপ্লের শেষ ১২ বলে এক রানও নিতে পারেনি আফগান ব্যাটাররা, উল্টো ইব্রাহিমও ফিরে যান ৩০ বলে ১৫ রান করে। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট ৪১ রান।

ওপেনাররা মোটামুটি ভিত গড়ে দিলেও ফেল করেছে আফগান টপ অর্ডার। পাঁচে নেমে আজমতুল্লাহ ওমরজাই শেষ পর্যন্ত দলের হাল ধরে রেখেছেন ১০৭ বলে করেছেন অপরাজিত ৯৭ রান। তার সাথে সপ্তম এবং অষ্টম উইকেটে ৪৪ রানের পার্টনারশিপ গড়েছেন রশিদ খান (১৪) এবং নূর আহমেদ (২৬) দুইজনই যোগ্য সঙ্গ দেয়ার চেষ্টা করে গেছেন।

সাউথ আফ্রিকার হয়ে ৪টি উইকেট পেয়েছেন জেরাল্ড কোয়েটজি। এছাড়াও ২টি করে উইকেট পেয়েছেন লুঙ্গি এনগিডি এবং কেশভ মহারাজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img