২২ জানুয়ারি ২০২৫, বুধবার

আজ একশো পেরিয়েছে জিম্বাবুয়ে নারী দল

- Advertisement -

আগের ম্যাচে পঞ্চাশের দুই রান আগে ‘প্যাকেট’ হয়ে গিয়েছিলো যারা, আজও বাংলাদেশের বাঘিনীদের বোলিং তান্ডবে তাদের চোখ রাঙ্গাচ্ছিলো একশোর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে শেষের দিকের ব্যাটারদের দৃঢ়তায় দ্বিতীয় ওয়ানডেতে একশো পেরোনো স্কোর গড়েছে জিম্বাবুয়ে নারী দল। জয়ের জন্য বাংলাদেশ নারী দলকে তারা দিয়েছে মাত্র ১২২ রানের লক্ষ্য।

জাহানারা-সালমা-রিতু মণিদের বোলিং তোপে মাত্র ৫৮ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে, যার মধ্যে ৩৩ রানই করেছিলেন ওপেনিং ব্যাটার মডেস্টার মুপাচিকওয়া। এরপর লেট অর্ডার ব্যাটার নিয়াশা গুয়ানজুরা (৩৫) ও এস্থার এমবোফানার (১৪) দাঁতে দাঁত চাপা প্রতিরোধে ১২১ রানের সংগ্রহ দাঁড়া করায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন স্পিনার নাহিদা আক্তার, দুটি করে উইকেট নিয়েছেন পেসার জাহানারা আলম ও স্পিনার সালমা খাতুন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img