৪ ডিসেম্বর ২০২৪, বুধবার

আজ গোল করতে পারবেন মেসি?

- Advertisement -

৮৬৫ মিনিট। ১১ ম্যাচে ৮৬৫ মিনিট মাঠে কাটিয়েও এক গোলের বেশি পাবেন না লিওনেল মেসি, কবে কে ভেবেছিলো? তাও লিগ ওয়ানের মতো জায়গায়?

করোনা নেগেটিভ হয়ে এক মাস পর আবারও পিএসজির জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি, কিন্তু ‘নেগেটিভ’ এই পরিসংখ্যানটি মেসিকে তাড়া করে বেড়াচ্ছে এখনও। লিগে ১১ ম্যাচে মেসির গোল মাত্র ১টি, অ্যাসিস্ট চারটি। বার্সেলোনায় থাকতেও কখনো এতো ম্যাচ গোলবিহীন থাকেননি আর্জেন্টাইন তারকা। দ্বিতীয় গোলের জন্য করতে হয়নি এতো অপেক্ষা!

যদিও চ্যাম্পিয়নস লিগে পিএসজির পারফরম্যান্স মেসিময়। ৫ গোল রয়েছে তার। কিন্তু লিগেই যত ঝামেলা, যেখানে অপেক্ষাকৃত সহজে তাঁর গোলের বন্যা বইয়ে দেওয়ার কথা! সেখানে শেষ গোল করেছিলেন নানতেসের বিপক্ষে সেই নভেম্বর মাসে!

অ্যাসিস্টের দিক দিয়েও লিগ ওয়ানে মেসির পারফরম্যান্স ঠিক মেসিসুলভ নয়। ৪ অ্যাসিস্টের ৩টিই এক ম্যাচে। অর্থাৎ বাকি ১০ ম্যাচে মেসির অ্যাসিস্ট মাত্র ১টি!

আজ পিএসজির খেলা রিমসের বিপক্ষে, রিমস আছে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে। ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পিএসজি আছে শীর্ষে।

মেসিভক্তরা আবারও নতুন আশায় বুক বাঁধবেন, এই ম্যাচে হয়তো মেসি ‘ফিরে আসবেন’ নিজের অবতারে!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img