১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আজ মাঠে নামবেন মেসি?

- Advertisement -

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর পিএসজি দুটো ম্যাচ খেলেছে আর দুই ম্যাচেরই স্কোয়াডে ছিলেননা লিওনেল মেসি। অবশেষে পিএসজির ৩০ নম্বর জার্সিতে মেসিকে খেলতে দেখার অপেক্ষা বুঝি ফুরোলো দর্শকদের। ফ্রেঞ্চ লিগ ১ এর ম্যাচে রাঁসের বিরুদ্ধে পিএসজির স্কোয়াডে রয়েছে মেসির নামও।

ফ্রেঞ্চ লিগে এরই মধ্যে হয়ে গেছে তিনটি ম্যাচ। তিন ম্যাচেই জয় পাওয়া পিএসজির স্কোয়াডে ছিলেননা মেসি বা নেইমারের কেউ, তাদের ছাড়াই জিতে নিজেদের শক্তির জানান দিয়েছে প্যারিসের ক্লাবটি। রবিবারের ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে অবশেষে দেখা মিলেছে মেসি, নেইমার দুজনেরই; আছেন কিলিয়ান এমবাপ্পেও। তাই মেসি, নেইমার, এম্বাপ্পে ত্রয়ীকে একসাথে দেখার স্বপ্ন আজই পূরন হতে পারে ফুটবল সমর্থকদের।

পিএসজির হয়ে মাঠে নামবেন জিয়ানলুইজি দোনারুমাও

মেসি বেঞ্চ ছেড়ে মাঠে নামার জন্য প্রস্তুত হলেও এখনো স্কোয়াডে ফিরতে পারেননি সার্জিও রামোস। পায়ের মাংস পেশির  ইনজুরিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না রামোস। এই ম্যাচের স্কোয়াডে যোগ হয়েছে পিএসজির আরেক সাইনিং ইতালিয় গোলি জিয়ানলুইজি দোনারুমার নামও। রাঁসের বিরুদ্ধে ওদের মাঠে পিএসজির খেলা শুরু হবে ৩০ আগস্ট বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১২.৪৫ মিনিটে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img