৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আটত্রিশেও দুর্দান্ত রোনালদো, ছুটছে পর্তুগালও

- Advertisement -

ইউরো বাছাইপর্বে দুইদিন আগেই স্লোভাকিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। বসনিয়ার বিপক্ষে পর্তুগালের ৫-০ ব্যবধানে জয়ের দিনে আবারও জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর তারকার গোল করার ক্ষুধা দেখে কে বলবে তার বয়স আটত্রিশ।

রোনালদো যে শুধু জাতীয় দলের জার্সিতে জালের দেখা পাচ্ছেন এমনটা নয়, আল নাসরের হয়েও দুর্দান্ত ছন্দে আছেন তিনি। চলতি মৌসুমে ১১ ম্যাচে করেছেন ১১ গোল। ৩৫ পেরোনোর পর অন্যান্য ফুটবলাররা যেখানে বুটজোড়া তুলে রাখার কথা ভাবে, সেখানে আটত্রিশ বছর বয়সে রোনালদো প্রমাণ করেছেন বয়স শুধুমাত্র সংখ্যা।

সোমবার বসনিয়ার বিপক্ষে শুরুতে পর্তুগাল তারকা গোল করে দলকে লিড এনে দেন। ৫ মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়াতে ভুল করেননি রোনালদো। এরপর দলের দ্বিতীয় গোলটিও করেন আল নাসর তারকা। ২০ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে বসনিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১২৭তম গোল আর সব মিলিয়ে ৮৫৯তম। পর্তুগালের হয়ে বাকি তিনটি গোল করেন ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্স।

জোড়া গোল করে উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন, “আরেকটি জয় এবং পুরো দলই দুর্দান্ত খেলল। গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে। এখনো শক্তিশালীভাবেই এগোচ্ছি”

রোনালদোর এমন পারফর্ম্যান্স ছুটছে পর্তুগালও। স্লোভাকিয়াকে হারিয়ে ইউরো নিশ্চিত করার পর, বসনিয়াকে হারিয়ে জে গ্রুপের শীর্ষে আছে। শেষ আট ম্যাচে প্রতিপক্ষে জালে ৩২ গোল দিয়েছে ফার্নান্দেজ-ফেলিক্সরা। এই সময়ে মাত্র দুটি গোল হজম করেছে তারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img