৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার

আট উইকেট নেওয়ার পরও টাইগার শিবিরে ক্যাচ মিসের আক্ষেপ

- Advertisement -

সিলেটের উইকেটে প্রথম দিনেই স্পিনাররা টার্ন আদায় করে নিয়েছিলেন। দ্বিতীয় দিনে তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা যে নিউজিল্যান্ড ব্যাটারদের কঠিন পরীক্ষা নেবেন তা জানাই ছিল। হয়েছেও তাই, ২৬৬ রানে কিউইদের ৮ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তারপরেও অস্বস্তি রয়েছে টাইগার শিবিরে, কেইন উইলিয়ামসনের ৬৩ ও ৭০ রানে দুইবার ক্যাচ না ছাড়লে নিউজিল্যান্ডকে আরও কম রানে আটকাতে পারতো স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে এগিয়ে আছে টাইগাররা।

এর আগে কিউইদের ইনিংসের শুরুতে এক প্রান্তে শরীফুল ইসলাম অন্যপ্রান্তে মিরাজকে আক্রমণে আনেন নাজমুল হোসেন শান্ত। এদিন উইকেট থেকে দারুণ টার্ন আদায় করে নিয়েছেন মিরাজ। তবে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাইজুল। নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই টম ল্যাথামকে ফেরান তিনি।

তাইজুলের ওভারের দ্বিতীয় বলে প্রথমবার সুইপ করতে গিয়ে ব্যর্থ হন ল্যাথাম। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দুই বল পর লেগ স্ট্যাম্পের ডেলিভারিতে আবার সুইপ খেলেন ল্যাথাম। এবার তার ব্যাটের ওপরের দিকে বল চলে যায় শর্ট ফাইন লেগে। সহজ ক্যাচ নেন নাঈম হাসান। ৩ চারে ২১ রান করে ফেরেন কিউই ওপেনার।

বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম

এরপর বাংলাদেশকে দিনের দ্বিতীয় উইকেটটি এনে দেন মিরাজ। তার অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেলেন ডেভন কনওয়ে। বল তার ব্যাটের ভেতরের কানায় ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় সিলি পয়েন্টে। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু। উইকেটের দেখা পেয়েছেন হেনরি শরীফুলও। ১৯ রান করা হেনরি নিকোলসকে ফিরিয়েছেন তিনি।

উইকেটে আসার পর থেকে দারুণ খেলেছেন উইলিয়ামসন। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ড্যারিল মিচেল। দুজনে মিলে গড়েছিলেন ৬৬ রানের জুটি। মিচেলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাইজুল। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বড় সংগ্রহের দিকে ছুটছিলো নিউজিল্যান্ড। পারটাইমার মুমিনুল হককে আক্রমণে এনে ৭৮ রানের জুটি ভাঙ্গেন শান্ত। তবে সেঞ্চুরি ঠিকই তুলে নিয়েছেন উইলিয়ামসন। তাইজুলের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ১০৪ রান।

বাংলাদেশের হয়ে চারটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি করে উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও মুমিনুল হক।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img