২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

আড়াইশোর মধ্যে লঙ্কানদের আটকাতে পারলো না টাইগাররা

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেছেন সাদিরা সামারাবিক্রমা। জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য ২৫৮ রান।

আগের তিন ম্যাচে শুরুতেই টাইগার পেসাররা দারুণ সুইং ও পেস দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করেছিলেন। হয়তো সেই কথা মাথায় রেখেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এদিন শুরুতে হতাশ করলেও ঠিকই ঘুরে দাঁড়িয়েছে হাসান মাহমুদ-শরিফুল ইসলামরা।

প্রথম ওভারেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। চতুর্থ বলে তাসকিন আহমেদের করা এলবিডব্লিউ এর আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান পাথুম নিশাঙ্কা। এরপর টাইগার বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি।

বাংলাদেশকে ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। টাইগার এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। আউট হওয়ার আগে অবশ্য টানা দুই বলে দুটি চার মারেন তিনি। প্যাভিলিয়নে যখন ফেরেন তখন তার নামের পাশে ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান।

উইকেটে এসে নিশাঙ্কাকে নিয়ে জুটি গড়ার দিকে মনোযোগ দেন কুশল মেন্ডিস। দুজনে মিলে খেলছিলেনও দারুণ। নিশাঙ্কাকে ফিরিয়ে ১০৭ বলে ৭৪ রানের দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন শরিফুল। তার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে ৬০ বলে ৫ বাউন্ডারিতে ৪০ রানের ইনিংস। পরের ওভারে এসে উইকেটে থিতু হওয়া মেন্ডিসকে তাসকিনের ক্যাচ বানিয়েছেন বাঁহাতি এই পেসার। প্যাভিলিয়নে ফেরার আগে ডানহাতি ব্যাটার করেন ৭৩ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ রান।

এরপর উইকেটে এসে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন সাদিরা। টাইগার বোলাররদের বাজে বলে বাউন্ডারি মেরেছেন, প্রয়োজনে সিঙ্গেল নিয়েছেন। ৪৫ বলে ফিফটির দেখা পেয়ে যান তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন দাসুন শানাকা। লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে ৫৭ বলে ৬০ রানের জুটি ভাঙেন হাসান। সাদিরা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৭২ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় করেনন ৯৩ রান।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম দুটি উইকেট শিকার করতে খরচ করেছেন ৪৮ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img