রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা? এবারের স্প্যানিশ লিগ কোন দল জিতবে? যদি কেউ আগ বাড়িয়ে বলে বসে, “আতলেতিকো মাদ্রিদ”; তাহলে যেনো তেড়ে যাবেন না!! পয়েন্ট টেবিল আর সাম্প্রতিক ইতিহাস বলছে, রিয়াল-বার্সাকে টপকে লা লিগার চ্যাম্পিয়নশিপের দৌড়ে আতলেতিকোই এগিয়ে। এই রেইসে সবশেষ, সেভিয়াকে দুই গোলে হারিয়েছে সিমিওনের মাদ্রিদ। স্কোরার, আনহেল কোরাইয়া ও সাউল নিগুয়েজ।
কেন আতলেতিকোকে চ্যাম্পিয়নশিপের বড় দাবিদার বলা হচ্ছে? কারণ, ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪১, যেখানে দুই ম্যাচ বেশি খেলেও ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল। রিয়ালের মতোই দুই ম্যাচ বেশি খেলা বার্সার সাথে আতলেতিকোর ব্যবধান ৭ পয়েন্ট। সবশেষ ছয় মৌসুমে প্রথম ১৬ ম্যাচ শেষে এর বেশি পয়েন্ট পায়নি আতলেকিতো, ২০১৩-১৪ মৌসুমে প্রথম ১৬ ম্যাচ শেষে আতলেতিকোর পয়েন্ট ছিল ৪৩, সেবার চ্যাম্পিয়ন হয়েছিলো ছোট মাদ্রিদ।
সবরকম প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত সেভিয়ার সাথে আতলেতিকোর টক্করটা মোটেও সহজ ছিলো না, যার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। সেভিয়ার ৬৭ ভাগ বল দখলের বিপরীতে মোটে ৩৩ শতাংশ বল আতলেতিকোর পায়ে ছিল। সিমিওনের শিষ্যদের পাসের সংখ্যা ৩২৪, সেভিয়ার মোট পাস ৬১৫! ১৩ বার গোলে শট নিয়েছে অতিথিরা, যেখানে ৫ চেষ্টাতেই দুই গোল করেছে আতলেতিকো মাদ্রিদ। ১৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরাইয়ার গোলে এগিয়ে যায় আতলেতিকো, ৭৬ মিনিটে দ্বিতীয় গোল করেন সাউল নিগুয়েজ। দুই গোলেরই অ্যাসিস্ট করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ইংলিশ রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ের।
জাও ফেলিক্সকে টানা দ্বিতীয় ম্যাচে বসিয়ে রেখে আনহেল কোরাইয়াকে সুযোগ দিয়েছিলেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। ডান প্রান্ত থেকে ট্রিপিয়েরের ক্রস বক্স থেকে দারুণ শটে জালে জড়িয়ে, কোচের আস্থার প্রতিদান দিয়েছেন আর্জেন্টাইন কোরাইয়া। সাউল নিগুয়েজের গোলটিও ডান দিকের ক্রস থেকে, ওই কিয়েরান ট্রিপিয়েরের অ্যাসিস্টে ।