স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হারের দায় নিজের কাঁধে নিয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।
৪ মিনিটেই গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ১৮ মিনিটে ব্যবধান বাড়ান আঁতোয়ান গ্রিজমান। ৩৫ মিনিটে রিয়ালকে ম্যাচে ফেরান টনি ক্রুস। ৪৬ মিনিটে ৩-১ করেন মোরাতা। এদিন আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারেনি আনচেলত্তির দল।
ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা ভালোভাবে শুরু এবং ডিফেন্ডিং করতে পারিনি। যখন তারা (আতলেতিকো) ২-০ তে এগিয়ে গিয়েছে, তখন যেমন চেয়েছিল তেমন খেলেছে। আতলেতিকো আমাদের চেয়ে ভালো খেলেছে। আমার মনে হয় না খেলার ধরণে ভূল বরং ডিফেন্সে ভঙ্গুরতা আছে। আমরা একতাবদ্ধ ছিলাম না এবং তারা এটির সুবিধা নিয়েছে”

এরপর হারের দায় নিজের কাঁধে নিয়ে আনচেলত্তি বলেন, “দল যখন যা করতে চায় এবং করতে পারেনা, তার দায় আমার। হারের দায় আমার নিজের কাঁধে নিলাম”
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল রিয়াল। ৬ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার তিনে জুড বেলিংহামরা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে এক ও দুইয়ে বার্সেলোনা ও জিরোনা।