১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

আত্মঘাতী গোলে হার এড়াল বার্সেলোনা

- Advertisement -

স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর আত্মঘাতী গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজের দল।

ম্যাচের প্রথম আট মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। ভুল জায়গায় ভায়েকানো ডিফেন্ডার বল হারালে সেটি বক্সে পাঠান পেদ্রি। তবে ঠিকঠাক শট নিতে পারেননি রবার্ট লেভানডফস্কি। এরপর আরও বেশ কয়েকটি আক্রমণ করে বার্সেলোনা। কিন্তু ভায়োকানো গোলকিপার বাঁধা হয়ে দাড়ালে গোল পাওয়া হয়নি কাতালানদের।

তবে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় ভায়োকানো। লোপেজের করা ফ্রিকিক থেকে বল জালে পাঠানোর চেষ্টায় ব্যর্থ হন ট্রেসো। তবে ফিরতি শটে জাল খুঁজে নিতে ভুল করেননি লোপেজ। এগিয়ে যাওয়ার পর রক্ষণের দিকে মনোযোগ দেয় স্বাগতিকরা। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় লেভানডফস্কি-পেদ্রিরা। তবে বাজে ফিনিশিংয়ের কারণে গোল পাওয়া হচ্ছিল না তাদের। তবে ৮২তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। পরবর্তীতে আর কোনো গোল না হলে সমতায় থেকে মাঠ ছাড়তে হয়ে জাভির শিষ্যদের।

১৪ ম্যাচে ৯ জয় ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৩২। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। ১৯ পয়েন্ট নিয়ে ভায়েকানোর অবস্থান ৮ নম্বরে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img