বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া বাবর আজমের দল। শেষ পর্যন্ত জিততে পেরেছে মোটে চারটি। যার কারণে জায়গা হয়নি সেমিতে। টুর্নামেন্টে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই খারাপ করেছে তারা। পাকিস্তান আধুনিক যুগের ক্রিকেট খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন শাদাব খান।
বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরে সংবাদমাধ্যমকে পাকিস্তানের এই লেগ স্পিনার বলেছেন, “সবাই টুর্নামেন্ট জিততে যায়। আমরাও গিয়েছিলাম। কিন্তু সেটি হয়নি। আমরা সেমিফাইনালেই উঠতে পারিনি। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়—সবাই খুবই হতাশ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিন বিভাগেই আমরা খারাপ করেছি। এবারের বিশ্বকাপে আমরা আধুনিক যুগের ক্রিকেটটা খেলতে ব্যর্থ হয়েছি”
বিশ্বকাপে প্রত্যাশা মেটাতে পারেননি শাদাব নিজেও। গ্রুপ পর্বে ৬ ম্যাচ খেলে এই অলরাউন্ডার পেয়েছেন মাত্র ২ উইকেট। বল হাতে শাদাবের এই অকার্যকর হয়ে থাকা পাকিস্তানকে যথেষ্ট ভুগিয়েছে। বাজে পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিচ্ছেন তিনি।
“আমি নিজেই খুব খারাপ করেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারিনি। যেটি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব রেখেছে”- শাদাব
বিশ্বকাপ শুরুর আগে অনেকেই পাকিস্তানকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছিলেন। অথচ সেমিফাইনালের আগেই বাবর-শাদাবরা বিদায় নিয়েছে।