আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছে শ্রীলঙ্কা। গত মঙ্গলবার ইন্টানন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছাড়পত্র দিলেও তার সাথে জুড়ে দিয়েছে শর্ত। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের আর্থিক বিষয়াদি এখন থেকে তদারকি করবে তারা।
সদস্যপদ ফিরিয়ে পাওয়ার জন্য আইসিসিতে আপিল করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ক্রিকেটের সর্বোচ্চ তাদের সদস্যপদ স্থগিতই রেখেছে। যার কারণে আগামী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও তা সাউথ আফ্রিকায় সরিয়ে নিয়েছে আইসিসি।
সংস্থাটি জানিয়েছে, এখন থেকে আইসিসি ইভেন্টে অংশগ্রহণের পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজও আয়োজন করতে পারবে শ্রীলঙ্কা। তাছাড়া ঘরোয়া ক্রিকেটও চালিয়ে যেতে পারবে তারা।
এর আগে গত ১০ নভেম্বর শ্রীলঙ্কান ক্রিকেটে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। দেশটির ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।