৮ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গ্যাব্রিয়েল

- Advertisement -

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ৩৬ বছর বয়সেই ১২ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন এই ক্রিকেটার।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে গ্যাব্রিয়েল বলেন, “গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেটে সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে অপরিসীম আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।”

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন ডানহাতি এই পেসার। ভবিষ্যতে নিজের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “সামনে আমার পরিকল্পনা হচ্ছে নিজের দেশ (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) এবং ক্লাবের প্রতিনিধিত্ব করে যাওয়া। ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিনিধিত্ব করতে চাই।”

১২ বছরের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই গ্যাব্রিয়েল খেলেছেন সাদা পোশাকে। ২০১২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর ৫৯ টেস্টে ৩২.২১ গড়ে উইকেট নিয়েছেন ১৬৬টি। ৫ উইকেট পেয়েছেন ছয়বার। সবশেষ গতবছর জুলাইয়ে ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও আছে ২৫টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img