১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

আন্তর্জাতিক দলগুলোকে কোচিং করাতে অনিচ্ছুক জয়বর্ধনে

- Advertisement -

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ক্রিকেট থেকে অবসর নিলেও পুরোপুরিভাবে ছাড়তে পারেননি ক্রিকেটকে; বিভিন্ন সময়েই দেশি বিদেশি লিগগুলোতে তাকে দেখা যায় বিভিন্ন দলের কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে সফল জয়বর্ধনে, কোচ হিসেবেও বেশ সফল। আইপিএলের মত আসরে মুম্বাইকে এনে দিয়েছেন তিন শিরোপা; সম্প্রতি ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেডে’ ছিলেন চ্যাম্পিয়ন দল সাউদার্ন ব্রেভের কোচের দায়িত্বে।

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে

কোচ হিসেবেও দুর্দান্ত জয়বর্ধনেকে অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক কোন দলের দায়িত্বে কিংবা নিজ দেশের এই দুরাবস্থায় শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হিসেবেও দেখতে পাওয়ার ম্বপ্ন দেখতেই পারে বিশ্বক্রিকেট। কিন্তু তিনি যে এইমুহুর্তে কোন দলের পুর্ণকালীন কোচ হতে ইচ্ছুক নন, সেটা জানিয়েছেন নিজেই। কারণ, তিনি পরিবারকে যথেষ্ঠ সময় দিতে চান। কিন্তু, তিনি একজন পরামর্শক হিসেবে কাজ করতেই পারেন বলেছেন।

“একজন খেলোয়াড় হিসেবে ১৮ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর আমি বছরের ১২টা মাসই একটা স্যুটকেস নিয়ে বাচতে চাইনা। কোচিংয়ের ক্যারিয়ারে আমি নতুন এবং আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখি। নিজের পরিবারের সাথে ব্যক্তিগত সময়গুলোকে আমি হারাতে চাইনা, তাই আমি খুব বেশি টুর্নামেন্টেও কাজ করিনা। আমি একজন পরামর্শদাতা হিসেবে কাজ করতে পেরে খুশি কিন্তু পূর্ণকালীন ভিত্তিতে আমি কাজ করতে চাইনা এক্ষুণি কারণ আমি ব্যক্তিগতভাবে এটি উপভোগ করব না” -স্কাই স্পোর্টসকে জয়বর্ধনে

ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেডে’ কোচিং করানোটা মাহেলা জয়াবর্ধনে বেশ উপভোগ করেছেন। দলকে প্রথম আসরেই এনে দিয়েছেন শিরোপা।টুর্নামেন্টটাকে আকর্ষনিয় করার জন্য কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছিল এবং জয়বর্ধনের বেশ কিছু নিয়মই ভাল লেগেছে যা টি-টোয়েন্টি ক্রিকেটেও অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মনে করেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে ১৪৯টি টেস্ট, ৪৪৮টি ওয়ানডে এবং ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন জয়বর্ধনে। সব ফরম্যাট মিলিয়ে রান করেছেন ২৫,৯৫৭। ক্যারিয়ারে ৫৪টি শতকের সাথে টেস্ট ক্রিকেটে  আছে ৭টি ২০০ পেরোনো ইনিংসও। পরিসংখ্যানই বলে দেয় খেলোয়াড় হিসেবে কতটা  দুর্দান্ত ছিলেন তিনি; কোচিং ক্যারিয়ারেও অর্জনের কমতি নেই। নিজের অর্জনগুলোকে কতদূর অব্দি নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img