নির্ধারিত ৫০ ওভার শেষ হবার এক বল আগেই অলআউট আফগানিস্তান, সংগ্রহ ২৮৪ রান। স্কোরকার্ড বলবে রহমানুল্লাহ গুরবাজের ৮০ এবং ইকরাম আলিখিলের ৫৮ রানই আফগানদের এনে দিয়েছে লড়াকু স্কোর। না, এই দুজনের কৃতিত্ব তো অবশ্যই আছে তবে শেষের দিকে একশোর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করা রশিদ খান (২৩) আর মুজিব-উর-রহমানের (২৮) প্রশংসা করতেই হবে।
ইংল্যান্ডের হয়ে আলাদা করে বলতে হবে আদিল রশিদের কথা; ১০ ওভার বল করে ৪২ রান খরচ করেছেন ঠিকই, তবে নিয়েছেন ৩ উইকেটও। একই ওভারে ইব্রাহিম জাদরান এবং রহমাত শাহকে ফেরানোর পর শেষের দিকে ফিরিয়েছেন রশিদ খানকেও।
আফগান লেগস্পিনার ব্যাটিংটা করছিলেন বেশ আক্রমণাত্মক মেজাজেই, যেই বলে আউট হয়েছেন সেই বলটাও হতে পারত বাউন্ডারি। যদি না বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া জো রুটের হাতে বলটা আটকে যেতো! বলা হচ্ছে, এখন অব্দি জো রুটের ক্যাচটাই এই আসরের সেরা ক্যাচ। এই ম্যাচ রুট অবশ্য আরও তিন ক্যাচ ধরেছেন।