অবশেষে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের সদস্যদের আন্তর্জাতিক ম্যাচ। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ১৯ সদস্যের আফগানিস্তান দল। শুক্রবার বিকেলে করাচি হয়ে ফ্লাইটে করে কাতারে পৌছে বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি জমাবে তারা। টাইগারদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি চারদিনের ম্যাচে মাঠে নামবে আফগানিস্তান। সিরিজের কোন ম্যাচ কখন অনুষ্ঠিত হবে তা জানিয়েছে বিসিবি।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর; ১২, ১৪, ১৭ এবং ১৯ তারিখে অনুষ্ঠিত হবে বাকি চারটি ওয়ানডে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২ দিন বিরতি নিয়ে একটি চারদিনের ম্যাচে মাঠে নামবে দুই দল; ২২-২৫ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
শনিবার ঢাকায় নেমেই সিলেটের উদ্দেশ্যে রওনা হবে আফগান যুবারা। সেখানে তাদের থাকতে হবে তিনদিনের রুম কোয়ারেন্টাইনে। ৫,৬ ও ৭ সেপ্টেম্বর রুম কোয়ারেন্টাইনে থাকবে সফরকারীরা। ৮ ও ৯ তারিখ দুইদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
৫টি ওয়ানডে এবং ১টি চারদিনের ম্যাচ শেষে ২৬ তারিখ ঢাকায় ফিরে ২৭ তারিখ বাংলাদেশ ছেড়ে যাবে আফগানিস্তান যুবারা।