ইংল্যান্ডকে হারানোটা বিবেচিত হচ্ছিল অঘটন বলেই। তারপর পাকিস্তান আর শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সেই সম্ভাবনা আরো উজ্জ্বল করল আফগানরা। অধিনায়ক হাশমউল্লাহ শাহীদির ৬৪ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে শুধু ৭ উইকেট না, আফগানরা জয় পায় ১১১ বল হাতে রেখে।
৯.৩ ওভার বল করে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মোহাম্মদ নবী। এছাড়া আফগানদের হয়ে ৯ ওভারে ৩১ রান খরচায় ২ উইকেট নিয়েছেন নূর আহমেদ।
টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করেছিল নেদারল্যান্ডস। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে ডাচরা তোলে ৬৬ রান। এরপরই ছন্দপতনের শুরু রান ও’ডাউডের রান আউট দিয়ে। ৪০ বলে ৪২ করে রান আউট হন এই ডাচ ব্যাটার। দলের হয়ে একমাত্র ফিফটি (৮৬ বলে ৫৪) করা এঙ্গেলব্রেখট এবং ৩৫ বলে ২৯ করা অ্যাকারম্যানও আউট হয়েছেন দৌড়ে রান নিতে গিয়েই। শেষপর্যন্ত ডাচরা ৪৬.৩ ওভার পর্যন্ত টিকে ১৭৯ রান তুলতে পারে স্কট এডওয়ার্ডের দল।
৭ ম্যাচে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের সমান ৮ পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে ৫ নম্বরে আছে আফগানিস্তান। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে ৬ নম্বরে আছে পাকিস্তান।