১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ব্যাটিংটাই ভুলে গেছেন জাকির-আফিফরা!

- Advertisement -

ভারত একাদশে একজন মাত্র পেসার দেখেই অনুমান করা যাচ্ছিলো কেমন উইকেট হতে যাচ্ছে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে! স্পিনাররা সুবিধা পাবে, তাই বলে বাংলাদেশের ব্যাটাররা উইকেটে দাঁড়াতেই পারবে না!

টসে হেরে ব্যাটিংয়ে, মাহমুদুল হাসান জয় আর পারভেজ হোসেন ইমন দুই যুব বিশ্বকাপজয়ী ওপেনিংয়ে। দারুণ কিছুর প্রত্যাশায় টাইগার সমর্থকরা! কিন্তু শুরু থেকেই নিরাশ করেছেন দুই ব্যাটার। বেশ কয়েকবার সুযোগ দিয়েছেন দুজনই, ভাগ্য সহায় হওয়াতে রক্ষা পেয়েছেন, তবে সেটাও ২৬ বল! ম্যাচের পঞ্চম ওভারে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফিরেছেন জয়!

যাওয়া আসার শুরুটা সেখান থেকেই। ১৮ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৫ রান করতেই টাইগাররা হারিয়েছে ৫ উইকেট। জয়ের পর একে একে সাজঘরের পথ ধরেছেন সাইফ হাসান (১), জাকির হাসান (০), পারভেজ ইমন (২৩), শাহাদাত দীপু (৫)।

৪৫ রানেই ৫ উইকেট হারানোর পরও নির্ধারিত বিশ ওভারে শেষ অব্দি বাংলাদেশ দল ৯৬ রান করতে পেরেছে মূলত জাকের আলী অনিক (২৪*) আর রাকিবুল হাসানের (১৪) ব্যাটিংয়ের কল্যাণে। ভারতের হয়ে সাই কিশোর নিয়েছেন ১২ রানে ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img