১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

আফ্রিদির হয়ে শাস্ত্রীকে জবাব দিলেন হাফিজ

- Advertisement -

বিশ্বকাপের শুরুটা ভালো করতে পারেননি পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। নেদারল্যান্ডসের বিপক্ষে এক উইকেট এরপর রোহিত শর্মা-বিরাট কোহলিদের সাথে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। তাতেই আফ্রিদির সমালোচনা করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী।

আফ্রিদির মধ্যে ওয়াসিম আকরামের মতো বিশেষ কিছু নেই বলে মন্তব্য করেছিলেন শাস্ত্রী। যা মোটেও পছন্দ হয়নি দেশটির সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের।

সম্প্রতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রীর সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, “আফ্রিদির ৫ উইকেট আসলে একজনের কথার জবাব। শাহিনের সঙ্গে কারও তুলনা করবেন না। সে জানে তাকে পারফর্ম করতে হবে। যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সব বল সীমানা ছাড়া হচ্ছিল, সে তখনো ম্যাচে প্রভাব ফেলেছে, পাকিস্তানকে জয়ের স্বপ্ন দেখিয়েছে”

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে চার উইকেট শিকার করেছিলেন আফ্রিদি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রান দিয়ে নিয়েছেন ৫টি উইকেট। হয়তো শাস্ত্রীর করা সমালোচনা শুনেছিলেন আফ্রিদি। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচকে মাঠের পারফর্ম্যান্স দিয়েই জবাব দিলেন তিনি। আর তার হয়ে মাঠের বাইরে জবাব দিলেন স্বদেশী হাফিজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img