সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রোববার অ্যাডিলেডে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১২৭ রান। এবারের বিশ্বকাপের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২.৫ ওভারেই আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান লিটন দাসকে ১০ রানেই ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরেন সৌম্য সরকার। পাওয়ারপ্লেতে দুজন মিলে তোলেন ৪০ রান। ৫২ রানের জুটি গড়ে ১৭ বলে ২০ রান করে আউট হন সৌম্য। একই ওভারে পরের বলে কোনো রান না করেই শাদাব খানের বলে এলবিডাব্লিউ হন সাকিব আল হাসান।
অপর প্রান্তের ব্যাটারদের আসা-যাওয়ার ভিড়ে টি-২০ ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন শান্ত। আউট হওয়ার আগে ১২৫ স্ট্রাইক রেটে ৭ চারের সাহায্যে ৪৮ বলে করেন ৫৪ রান। আর কেউই বলার মতো রান করতে পারেননি। এছাড়া, ২০ বলে অপরাজিত ২৪ রান করেন আফিফ হোসেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে টাইগাররা তুলেছে ১২৭ রান।
পাকিস্তানের হয়ে ২২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। এছাড়াও, ২ উইকেট পেয়েছেন শাদাব খান।