চলমান বিপিএলে নিজেদের প্রথম তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছে সিলেট স্ট্রাইকার্স। চতুর্থ ম্যাচে নিজেদের ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৩৭ রান সংগ্রহ করেছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। শুভাগত হোমের দলের জয়ের জন্য প্রয়োজন ১৩৮ রান।
চলমান বিপিএলে ১৩তম ম্যাচে এসে টসে জিতে কোনো দল এদিন আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ইনিংসের শুরুতের দারুণ চার মেরে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আগের তিন ম্যাচের মতো এদিনও ব্যর্থ বাঁহাতি এ ব্যাঁটার। বিলাল খানের সুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। তার আগে করতে পেরেছেন ৭ বলে মাত্র ৫ রান। আরেক ওপেনার মোহাম্মদ মিঠুনও ব্যর্থ হয়েছেন এদিন।
তিন ও চারে নামা হ্যাই টেক্টর ও জাকির হাসান মিলে সিলেটকে বড় সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেছিলেন। গত ম্যাচের মতো এদিনও জাকির খেলছিলেন দারুণ। চট্টগ্রামের বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেছেন তিনি। তবে বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে ফিরেছেন জাকির। নিহাদুজ্জামানের বলে নাজিবুল্লাহ জাদরানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ৩১ রান।
হ্যারি টেক্টর ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। বিলাল খানের বলে আউট হওয়ার আগে ৪২ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় করেছেন ৪৫ রান। রায়ার্ন বাল শেষের দিকে ঝড় তুলতে পারেননি। ২৯ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১২ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৭ অপরাজিত ১৭ রান করেছেন আরিফুল ইসলাম।
চট্টগ্রামের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন বিলাল খান। একটি উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান।