বিশ্বকাপটা সাকিব আল হাসানের যাচ্ছে স্বপ্নের মতো। ১১ উইকেট নিয়ে আসরের এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট টেকার; ২৯.৫০ গড়ে ১১৮ রান নিয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। টানা ধারাবাহিক সাফল্যে আবারো হৃত গৌরব ফিরে পেয়েছেন সাকিব। সদ্যপ্রকাশিত আইসিসি টি টোয়েন্টি অলরাউন্ডারস র্যাংকিংয়ে আবারো এক নম্বরে চলে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
After his scintillating performances in the #T20WorldCup, Shakib Al Hasan is the new No.1 all-rounder in the @MRFWorldwide ICC T20I rankings 🔝 pic.twitter.com/RIrtfJzJFB
— ICC (@ICC) October 27, 2021