২৭ জুলাই ২০২৪, শনিবার

তিনশোর আগেই অল আউট বাংলাদেশ

- Advertisement -

দিনের শুরুতে মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন ফিরে যাওয়ার পর মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের ব্যাটে আশা দেখছিল বাংলাদেশ। দুজনেই পেয়েছেন ফিফটি। পরপর দুই ইনিংসে ফিফটি পেলেন লিটন, তবে সেঞ্চুরিতে রুপ দিতে পারলেন না।

প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও দুর্দান্ত মিরাজ। পেয়ছেন ফিফটি। মিরাজ-লিটনের ব্যাটেই ফলো-অন এড়িয়েছে বাংলাদেশ। তবে লিটন ফিরে যাওয়ার পর মিরাজও ফিরে গেছেন দ্রুত, অন্য টেলএন্ডাররাও তেমন কিছুই করতে পারেননি।

বাংলাদেশ অল-আউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে টাইগাররা পিছিয়ে ১১৩ রানে।

ঢাকা টেস্টের তৃতীয় দিনে মিরাজ-লিটন বাদে, আলো ছড়ান রাকিম কর্নওয়াল, পেয়েছেন পাঁচ উইকেট।

কর্নওয়াল যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই শুরু বাংলাদেশের স্পিনারদের। শুরু থেকেই অস্বস্তির মধ্যে ব্যাট করেছে ক্যারিবিয়নরা। বাংলাদেশের স্পিনাররা হালে পানি পান দিনের শেষ বেলায়। আতংক ছড়ানো বোলিং করেন মিরাজ-নাঈমরা। ব্র্যাথওয়েটকে দিয়ে শুরু করেন নাইম হাসান। শ

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img