২৭ জুলাই ২০২৪, শনিবার

আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান

- Advertisement -

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। ইমরুল কায়েসের দলের দেওয়া ১৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ-জাকের আলী অনিকদের দারুণ ব্যাটিংয়ে ৮ উইকেটের জয় পায় আবাহনী।

টসে জিতে মোহামেডানকে আগে ব্যাটিংয়ে পাঠান মোসাদ্দেক হোসেন সৈকত। প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করতে পারেনি মোহামেডান। এই ম্যাচেও বড় রান করতে ব্যর্থ হয়েছেন ইমরুল। অধিনায়কের ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। রনি তালুকদার ১৫ বলে ১০ রানের বেশি করতে পারেননি। তিন নম্বরে নামা রুবেল মিয়াও ফিরেছেন দ্রুত।

মোহামেডানের হয়ে টানা ৫ ম্যাচে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলা মাহিদুল ইসলাম অঙ্কন এদিন বড় ইনিংস খেলতে পারেননি। মোহামেডান মূলত ১৯০ রানের সংগ্রহ পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের কল্যাণে। ডানহাতি এ ব্যাটার এদিন করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ৮৩ বলে ৫৪ রান করেছেন রিয়াদ।

আরিফুল হক খেলেছেন ৫৪ বলে ৩৩ রানের ইনিংস। এছাড়াও আবু হায়দার রনির ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১ বাউন্ডারি ও ২ ছক্কায় ২২ রান।

আবাহনীর হয়ে ১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। তাসকিন আহমেদ ২ উইকেট শিকার করতে ৯ ওভারে খরচ করেছেন ৫৮ রান।

১০ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল করেছিলেন আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তবে বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে ফিরেছেন বিজয়। রনির বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২০ বলে ২ বাউন্ডারিতে করেছেন ১২ রান।

বিজয় ফিরলেও নাঈম করেছেন দারুণ ব্যাটিং। ৫২ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এ ওপেনার। অর্ধশতক করার পর আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছিলেন নাঈম। নাসুম আহমেদের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৬২ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় মারে করেছেন ৬৩ রান।

সাম্প্রতিক সময়টা দারুণ কাটানো জাকের আলী অনিক এদিনও করেছেন দুর্দান্ত ব্যাটিং। ৬২ বলে ফিফটি পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটার। মোহামেডানের বোলারদের বেশ সাবলীলভাবে খেলেছেন তিনি। চার নম্বরে উইকেটে আসা আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে আবাহনীকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন জাকের। তার আগে ৯০ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেছেন ৭৮ রানের অপরাজিত ইনিংস। আফিফ ৩৮ বলে ২ বাউন্ডারি ও ৩ ছক্কায় করেছেন অপরাজিত ৩৯ রান।

মোহামেডানের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও নাসুম আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img