৯ সেপ্টেম্বর ২০২৪, সোমবার

আবাহনীর বিদ্রোহ ছাপিয়ে ফাইনালে বসুন্ধরা

- Advertisement -

মাঝমাঠ থকে থ্রু পাসে বল পেলেন মতিন মিয়া, একটু এগিয়ে বাড়িয়ে দিলেন রাউল অস্কারের দিকে, আর্জেন্টাইন এই ফরওয়ার্ড ভুল করেননি। প্রতিপক্ষের রক্ষণকে বোকা বানিয়ে বল আবাহনীর জালে, জয়টা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সেখানেই।

তবুও বাকি ছিল নাটক, শেষ মুহুর্তে বসুন্ধরার গোলরক্ষক জিকো পরাস্ত হয়েছিলেন, তবে আকাশী-নীলদের ফেরা হয়নি সমতায়, কারণ তার আগেই রেফারি তুলেছেন অফ-সাইডের নিশান।  সেটা নিয়ে মাঠে তর্ক-বিতর্ক, একপর্যায়ে রেফারির দিকে তেড়ে যান আবাহনীর ফুটবলাররা। পরবর্তীতে বিদ্রোহ, হাইতিয়ান ফরওয়ার্ড বেলফোর্টতো কোনো মতেই খেলতে রাজি ছিলেন না, দেখেছেন হলুদ কার্ডও।

পরবর্তীতে খেলা শুরু হয়েছে, শেষও হয়েছে এবং বসুন্ধরা বাড়িয়ে নিয়েছেন ব্যবধান, ৩-১। আবাহনীর জন্য হয়তো আফসোস হয়ে থাকবে ওই গোলটাই, না ওই অফ-সাইডটাই।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ ড্র। গুরুত্বপূর্ণ ম্যাচ ছড়িয়েছে উত্তাপ, যেখানে কারও স্বপ্ন পূরে ছাই আর কেউ এগিয়েছেন স্বপ্ন পূরণের পরবর্তী ধাপে। ফাইনালে অস্কার ব্রুজেনের দলের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img